“শিক্ষা নিয়ে গড়ব দেশ লাল সবুজের বাংলাদেশ”
Call Us at: +8801309-103785
আধুনিক বিশ্বে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার পূর্বশর্ত হলো যুগোপযোগী তথ্য-প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা। সে লক্ষ্য সামনে রেখে বর্তমান সরকার 'স্মার্ট বাংলাদেশ' রূপায়ণের পথে সাফল্যের সাথে এগিয়ে চলছে। সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন করে রজুরিয়া লক্ষীপুর পীর সোবহানীয়া উচ্চ বিদ্যালয় নিজস্ব ওয়েবসাইট খোলার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে আরো একধাপ এগিয়ে গেলো।
ডিজিটাল যুগে তথ্য আদান প্রদানের প্রধান মাধ্যম হলো ইন্টারনেট। এ মাধ্যমে নিজ অবস্থান তুলে ধরার জ খাজুরিয়া লক্ষীপুর পীর সোবহানীয়া উচ্চ বিদ্যালয় তার ওয়েবসাইট খুলতে পারায় আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। এখন থেকে বিদ্যালয়ের সকল তথ্য ও দৈনন্দিন কার্যক্রমসহ যাবতীয় খবরা খবর এই ওয়েবসাইট থেকে শিক্ষার্থী ও অভিভাবকগণ আরো সহজে ও দ্রুত লাভ করতে পারবে। বিদ্যালয়ের সাথে অনলাইনে সম্পৃক্ত হয়ে শিক্ষার্থীরা অধিক উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি।
আমি আনন্দিত চিত্তে বিদ্যালয়ের এই নতুন পথ পরিক্রমার দিনটিতে সকলকে শুভকামনা জানাই। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকলের প্রয়োজনে খাজুরিয়া লক্ষ্মীপুর পীর সোবহানীয়া উচ্চ বিদ্যালয়ের এই ওয়েবসাইট নিরলস কাজ করে যাবে এই আমি আশাবাদ রাখি।
ধন্যবাদ সকলকে।
মোঃ আকতার হোসেন
প্রধান শিক্ষক ,
খাজুরিয়া লক্ষীপুর পীর সোবহানীয়া উচ্চ বিদ্যালয়, কচুয়া, চাঁদপুর।
EDUPLUS
+8801309-103785